মানিকগঞ্জে বিপ্লবী সত্যেন সেনের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালিত

এম.আর.লিটন : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক সত্যেন সেনেরর ৪০ তম মৃত্যুবার্ষিকী তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.আর.লিটন, সংগীত বিষয়ক সম্পাদক সুধীর বিশ্বাস ও রাহুল সরকার প্রমুখ ।

কর্মসূচিতে উদীচী’র নেতা কর্মীরা বিপ্লবী সত্যেন সেনের কর্মময় সংগ্রামী জীবন নিয়ে আলোচনা এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন ।

প্রসঙ্গত, সত্যেন সেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক। সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মার্চ তারিখে বিক্রমপুর (বর্তমান মুন্সীগঞ্জ জেলার) টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সেন পরিবারে জন্মগ্রহণ করেন। ৫ জানুয়ারি ১৯৮১ (৭৩ বয়স) তিনি মৃত্যুবরণ করেন।

কড়চা/ এম আর এল

Facebook Comments Box
ভাগ