সিংগাইরে কৃষি জমি রক্ষার দাবিতে বিক্ষোভ

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারাভাঙ্গা এলাকায় ধলেশ্বরী নদীতে খননের নামে অবৈধ ভাবে বালু উত্তোলণ করে কৃষি জমি ধ্বংশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কৃষক সমিতির নেতাকর্মীরা। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে চারাভাঙ্গা এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে ঘন্টা ব্যাপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সিংগাইর উপজেলা কৃষক সমিতির সভাপতি আজাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবেদ হোসেন, নির্বাহী সদস্য লাকী আক্তার, সিপিবির জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, সহ-সাধারণ সম্পাদক আরশেদ আলী, কৃষক নেতা নাসির উদ্দিন, সুফাত আব্বাস উদ্দিন ও নুরুল ইসলাম।

বক্তারা বলেন, ধলেশ্বরী নদী খননের নামে অসাধু ঠিকাদার নিয়মকানুণ না মেনে নদীতে একই স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করছে। ফলে নদীর পাড়ে কৃষি জমি ভেঙ্গে যাচ্ছে। এতে শত শত একর কৃষি জমি নদীতে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া কৃষকদের রেকর্ডকৃত জমিও রক্ষা পাচ্ছে না বালুখোরদের হাত থেকে। তারা নদীর পাড়ে কৃষি জমি খনন যন্ত্র দিয়ে কেটে নিচ্ছেন।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ