সিংগাইরে বাস খাদে পড়ে চালকসহ নিহত ৩

কড়চা রিপোর্ট : পথচারীকে বাঁচাতে গিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসযাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা দুইটার দিকে আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মানিকগঞ্জ-হেময়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া বকচর এলাকায় পথচারী নিখিল সরকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী শুকতারা পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি পথচারীকে বাঁচাতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন বাসযাত্রী নিহত হন। পরে ঐ পথচারীও মারা যান। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রকিবুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ