কড়চা রিপোর্ট : স্বেচ্ছা সেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে ছিলো। তখন দেশের দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন দেশে করোনাকালীন দুযোর্গ চলছে, কিন্তু বিএনপি’র নেতা নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। তারা শুধু বড় বড় কথা বলতে পারেন। করোনাকালীন সময়ে সারা দেশের স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীদের একটা রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় থেকে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, সুদেব সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা প্রমুখ।
খাদ্য সহায়তা বিতরণ শেষে স্বেচ্ছা সেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ চারটি করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন। ওই বুথে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সুবিধাসহ ব্যবহার করা মাস্কও ওই বুথে ফেলে রাখা যাবে। চারটি বুথের মধ্যেে একটি রাখা হয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে, একটি বেউথা ঘাট এলাকায়, একটি বাসস্ট্যান্ড এলাকায় ও একটি পশ্চিম দাশড়া এলাকায় রাখা হয়েছে। স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা নিয়মিত ওই বুথে প্রয়োজনীয় সংখ্যক মাস্ক রেখে যাবেন মানুষের ব্যবহারের জন্য।
কড়চা/ বি সি