কড়চা রিপোর্ট : কক্সবাজারের হিমছড়ি সৈকতে পাওয়া গেছে একটি মৃত তিমি। শুক্রবার (৯ এপ্রিল) সকালে এটি মৃত অবস্হায় এখানে ভেসে আসে এমনটা ধারণা করছেন স্হানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মৃত তিমির ওজন প্রায় আড়াই টন। লম্বায় ৩৫ ফুট ও চওড়া ৫ ফুট। আজ সকালে জোয়ারের পানিতে মৃত তিমি সৈকতে এসে আটকে যায়। পরে বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে পড়ে যায়।
স্থানীয় একজন জেলে বলেন, আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে মৃত তিমিটি ভেসে আসে। বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে আটকে পুরোপুরি দৃশ্যমান হয়। গভীর সাগরে মাছ ধরার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটি মারা যেতে পারে।
করোনা কালীল নিষেধাজ্ঞার কারণে কক্সবাজার সৈকতে জনসমাগম শূন্য রয়েছে সাগরপাড়। তারপরও মৃত তিমি দেখতে কিছু লোকজন সেখানে আনাগোনা করতে দেখা যায়। মৃত তিমিটাকে উদ্ধার করা হবে নাকি সেখানেই মাটি চাপা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে তা নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এম খাইরুজ্জামান বিপ্লবের মোবাাইলে কয়েকবার সংযোগ পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় বক্তব্য পাওয়া যায় নি।
কড়চা/ এস কে