কড়চা রিপোর্ট : ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে একজন।
এসময়ে ৫২১ টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শণাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১৬ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, গত ২৪ ঘন্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে একজন। এপর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৯৯ জন। এদের মধ্যে করোনায় ৮৬ জন এবং উপসর্গে ২১৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৪ জনের মধ্যে সিংগাইরে ৩৬ জন, মানিকগঞ্জ সদরে ৩৪ জন, হরিরামপুরে ছয়জন, শিবালয়ে তিনজন, সাটুরিয়ায় দুইজন, দৌলতপুরে দুইজন এবং ঘিওর উপজেলায় রয়েছেন একজন।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৮ হাজার ৯৩৬ টি নমুনা পরীক্ষায় করোনা শণাক্ত হয়েছেন সাত হাজার ৫২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২০ জন।
কড়চা/ জেড এ বি