ঘিওরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপত্তা মেনে বুধবার (৫ মে) সকালে উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মানবিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন পয়লা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশীদ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ৫শ’ পারিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ৫শ’ টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী মোঃ ইসতিয়াক আহম্মেদ, ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আবু সাঈদ, শেখ খৈইমুদ্দিন আহম্মেদ, মোঃ রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান প্রমুখ।

এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যসহ গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

কড়চা/ এ আর

Facebook Comments Box
ভাগ