বিনোদন ডেস্ক : ‘তুমি’ চাইলে কত কি যে হতে পারে তার ইয়াত্তা নেই। ‘তুমি’ যেমন একটি প্রেমময় সম্পর্ক তৈরি করতে পারে তেমনি গভীর ভালোবাসার সম্পর্ককে শত্রুতায় পরিণত করে । এই ‘তুমি’ শিরোনামে নতুন গান রিলিজ করলো জনপ্রিয় কণ্ঠশিল্পী শম্পী জামান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এই গানটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেলো। শম্পী জামানের নিজের লেখা এ গানের সুর করেছেন আলী মোস্তফা। ধূমকেতু মিউজিকের ব্যানারে গানটির প্রযোজনা ও পরিবেশনায় রাফসান জামান । কথা ও সুরের অপূর্ব সমন্বয়ে ভালো লাগার মতো একটি গান।
-তুমি চাইলেই নামে বৃষ্টি ……
আশাকরি আপনারও ভালো লাগবে। ফেসবুক পেইজ ‘মাই চ্যানেল’ টিউন করলেই গান টি পেয়ে যাবেন।
Facebook Comments Box