নিউইয়র্কে সঙ্গীত শিল্পী রোকসানা মির্জার একক কনসার্ট

বিনোদন ডেস্ক : বাংলা গানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চ্যানেল আই ‘সেরাকন্ঠ’ তারকা রোকসানা মির্জা। স্টেইজ শো’র জন্য নিউইয়র্কে জনপ্রিয় তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেল এ শিল্পীর একক কনসার্ট। শোটাইম মিউজিক আয়োজিত এ কনসার্টে বেশ কিছু পুরনো বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় গান পরিবেশন করেন রোকসানা।

দেশাত্ববোধক গান ‘সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি, আমি গাইব, গাইব বিজয়ের গান’ দিয়ে কনসার্টের সূচনা করেন শিল্পী। পর্যায়ক্রমে গেয়ে শোনান ‘আমি রজনী গন্ধা ফুলের মত গন্ধ বিলিয়ে যাই,’ ‘মানুষ মানুষের জন্যে, একটু সহানুভূতি কি পেতে পারে না,’ ‘তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা’ সহ অনেক দর্শকপ্রিয় গান। হিন্দি ও বাংলাসহ প্রায় ১৫-২০ টি গান পরিবেশন করে দর্শকদের সুরের আবেশে ভাসান রোকসানা মির্জা।

প্রসংগত, বাংলা গানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসান মির্জা থাকেন নিউইয়র্ক শহরে। ছোট বেলা থেকে নাচ-গানের প্রতি আগ্রহ ছিল তার। ২০০৯ সাল থেকে ঢাকার বাইরে সহ একাধিক দেশে গিয়েছেন মির্জা। ২০১৪ সালের সেপ্টেম্বরে চলে আসেন আমেরিকায়। এক যুগের বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত আছেন। চ্যানেল আই ‘সেরাকন্ঠ’ পনেরতম স্থান পেয়েছিলেন তিনি। রোকসানা মির্জার দাদার বাড়ি ভোলায়। জন্মস্থান ঢাকার বাড্ডায়।

সূত্র : চলমান নিউইয়র্ক

Facebook Comments Box
ভাগ