পশ্চিমবঙ্গের কবি পূরবীতা রায় মজুমদারের কবিতা ‘অপেক্ষা’

অপেক্ষা

পূরবীতা রায় মজুমদার

এই শহর জানুক আমাদের গল্প…
রাতের দখিনা হাওয়া অনুভব করুক
আমাদের হাত ধরার অনুভূতি!
ওই চাঁদ দেখুক
খরস্রোতা নদীও কিভাবে শান্ত ও গভীর হয়
তোমার চোখ দু’টো জানে
না ছুঁয়েও কিভাবে স্পর্শ করা যায় সকল গ্রন্থীকে!
আর ….
অপেক্ষা হয় দীর্ঘ থেকে দীর্ঘতর
কথা দিয়েছিলে আসবে, অপেক্ষা আজও…!

 

কড়চ/ পি আর এম

 

Facebook Comments Box
ভাগ