অপেক্ষা
পূরবীতা রায় মজুমদার
এই শহর জানুক আমাদের গল্প…
রাতের দখিনা হাওয়া অনুভব করুক
আমাদের হাত ধরার অনুভূতি!
ওই চাঁদ দেখুক
খরস্রোতা নদীও কিভাবে শান্ত ও গভীর হয়
তোমার চোখ দু’টো জানে
না ছুঁয়েও কিভাবে স্পর্শ করা যায় সকল গ্রন্থীকে!
আর ….
অপেক্ষা হয় দীর্ঘ থেকে দীর্ঘতর
কথা দিয়েছিলে আসবে, অপেক্ষা আজও…!
কড়চ/ পি আর এম
Facebook Comments Box