ফিতের বদলে জ্যান্ত সাপ দিয়ে চুল বেঁধে ঘুরে বেড়ালেন নারী

কড়চা ওয়েবডেস্ক:‌ মাথার ওপর জটা খোপা। সেই খোপাকে বেঁধে রেখেছে ফিতের বদলে সাপ। সেই ভাবেই গোটা শপিং মল ঘুরে বেড়ালেন এই তরুণী। দেখে চোখ কপালে!
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতেই দেখা গিয়েছে, তরুণী খোপায় সাপ জড়িয়ে হেলায় ঘুরে বেড়াচ্ছেন। সাপটিও কিন্তু সুন্দর জড়িয়ে রেখেছে চুল। কোনও ফোঁস করছে না। এক জন ইউজার আবার লিখেছেন, সাপটা নিজের দায়িত্ব ভালোই পালন করছে। সত্যি কথা বলতে কী, ক্যামেরার কাছে তরুণী না এলে বোঝাই যায় না এ যে জ্যান্ত সাপ!‌

সাপকে অনেকেই পোষ্য হিসেবে রাখেন। কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, একটি বাচ্চা অত্যন্ত সাবলীল ভাবে এক অতিকায় পাইথনের সঙ্গে খেলা করছে। সেই খুদের কারবার দেখে অনেকেই ভয়ে অস্থির হয়েছিলেন।

এ ক্ষেত্রে সবাই ভয় পাননি ঠিকই, কিন্তু ওই মহিলার অদ্ভুত সাজ দেখে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা বেশ অবাক। এখনও পর্যন্ত প্রায় ১৬ হাজার ব্যবহারকারী ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকে তাদের মতামতও সেখানে জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘সাপটি নিজের কাজের দায়িত্ব বেশ ভালভাবেই বুঝে নিয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘সাপটি যতক্ষণ না নিজের থেকে নড়াচড়া করবে, ততক্ষণ কেউ তার অস্তিত্ব টের পাবে না।’

কোনও কোনও ইউজার আবার পশুপ্রেমী সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। বলেছে, সাপটাকে নিগ্রহ করা হচ্ছে। এদিকে নজর দেওয়া উচিত। অনেকে আবার বলেছেন, গা ঘিনঘিন করছে। এভাবে প্রকাশ্যে কেউ ঘুরলে আতঙ্ক তৈরি হতে পারে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ