বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, সিংগাইরে ৯০ টি মসজিদে দোয়া

মাসুম বাদশাহঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৯০ টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করলেন ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিষদ কার্যালয় থেকে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে নিজ অর্থায়নে মিলাদ ও দোয়ার উপলক্ষে প্রত‍্যেকটি মসজিদে বিতরণের জন্য মিষ্টি জাতীয় খাবারের প‍্যাকেট তুলে দেন।

এ সময় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য হাজী মোঃ চাঁন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শওকত আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ।

এরপর জুম্মার নামাজ শেষে প্রত‍্যেকটি মসজিদের ঈমামদের পরিচালনায় ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নির্মম ভাবে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এর আগে চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তার ইউনিয়নের সকল মসজিদের ঈমাম ও পরিচালনা কমিটির সকলকে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার মিলাদ ও দোয়ার আয়োজন করার আহব্বান জানান।

এ প্রসঙ্গে চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের খুনি এখনো যারা পলাতক রয়েছে অতিসত্তর যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে বিচারের রায় কার্যকর করা হোক।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ