কড়চা রিপোর্ট: মানিকগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বেউথা এলাকায় বিট পুলিশিং কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম ।
অনুষ্ঠানে পৌর মেয়র গাজী কামরুলহুদা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী, জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি, সদর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান , পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার, জেলা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক এম এম জনি প্রমূখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, পুলিশিং সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেবার লক্ষেই শহরে ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন ভিত্তিক এ বিট পুলিশ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যালয়ে বিট অফিসার হিসেবে একজন এস, আই এবং সহকারি বিট অফিসার হিসেবে একজন এএসআই পুলিশ সদস্য থাকবে। এ ইউনিয়নের সকল অভিযোগ এ কার্যালয়ে আসবে। এখানেই সমাধান করা হবে। না হলে তখন থানায় সমাধান করা হবে।