মাদক আইনে জেলে গেলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান

হামজা খান

কড়চা রিপোর্টঃ তথ্য প্রযুক্তি আইনের পর এবার মাদক মামলায় জেলে গেলেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর তাকে মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন। দন্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।

এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেস বুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলায় হামজা খান গ্রেপ্তার হয়ে জেল হাজতে গিয়ে জামিনে মুক্ত হন।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করে। রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক আইনের ওই ছাত্রলীগ নেতাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এব্যাপারে জেলা ছাত্রলীগের আব্দুল্লাহ আল মামুন বলেন, কারো অপকর্ম জেলা ছাত্রলীগ বহন করবে না। হামজা খান যে অপরাধ করেছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
ভাগ