মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে বরশিতে ডলফিন, কেটে বিক্রি

কালিগঙ্গা নদীতে ধরা পড়া ডলফিন

কড়চা রিপোর্টঃ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে কালিগঙ্গা নদীর খেয়া ঘাটের দক্ষিণ পাশে জেলেদের বরশিতে একটি ডলফিন ধরা পড়্। ডলফিনটির দৈর্ঘ ৮ ফুট। জেলেদের বরশিতে আটকা পড়ার পর রশি দিয়ে বেঁধে নৈৗকায় ওঠানো হয় ডলফিনটি।

ছবিঃ সংগৃহীত

অভিযোগ ওঠেছে, স্থানীয়রা ডলফিনটি কেটে বিক্রি করেছে। এর নিন্দা জানিয়েছেন সচেতন মানুষেরা। পাখী ও পরিবেশ লালন করি (পালক) এর সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এভাবে ডলফিনেরটিকে নদীতে ছেড়ে না দিয়ে তাকে কেটে কেটে বিক্রি করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ ব্যাপারে দায়িত্বপালন করা দরকার ছিল।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
ভাগ