মানিকগঞ্জে ইউপি নির্বাচনে মারামারির ঘটনায় স্ট্রোক করে নারীর মৃত্যু

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচাঁমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচাঁমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ জন মেম্বার প্রার্থীর কর্মীর সমর্থকদের মাঝে বেলা সাড়ে ১২টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় ভোট দেওয়ার জন্য কেন্দ্রের পাশে দাঁড়ানো ছিলেন স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলীর স্ত্রী সুমেলা খাতুন (৫০)। তিনি ভয়ে দৌঁড় দিয়ে কেন্দ্রের পাশে তার বাড়ি চলে যান। বাড়িতে যাওয়ার পর পর তিনি অসুস্থ্য হয়ে মারা যান।
দৌলতপুর থাানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো. জাকারিয়া হোসেন জানান, দুই প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টার ধাওয়ার সময় সুমেলা খাতুন ভয়ে স্টোক করে মারা গেছেন।

হরিরামপুরে ছাত্রলীগের ১০ নেতাকর্মীর ৭দিনের জেল

মানিকগঞ্জের হরিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে সাত দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ রায় দেন।
জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করায় বেলা সাড়ে ১২ টার দিকে র‌্যাব-৪ সদস্যরা তাদের কেন্দ্রের ভিতরে আটক করে।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিব, বিশাল বনিক, তৌহিদুর রহমান, সুকান্ত দাশ, অভিজিত সাহা, অভিজিত কুমার শীল, সাগর দাশসহ আরো দুই জন।
এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে গেলে এক ঘণ্টা ভোট কার্যক্রম স্থগিত রাখেন প্রিজাইডিং কর্মকর্তা। বেলা দেড়টার দিকে মাইকে পুনরায় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
প্রিজাইডিং অফিসার মোঃ শামীম মিয়া বলেন, কেন্দ্রে ঝামেলা ঘটলে ভোটগ্রহণ একঘন্টা স্থগিত রাখা হয়। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা এসে পরিস্থিতি শান্ত করেন। যারা বিশৃঙ্খলা সৃস্টি করেছিলো তাদের ভ্রাম্যমান আদালতের মধ্যে কারাদন্ড দেওয়া হয়েছে।

ঘণ কুয়াশায় কারণে ভোট কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছালো আড়াই ঘন্টার পর

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নে সঠিক সময় ব্যালট পেপার না পৌছানোর কারণে ৬টি ভোট কেন্দ্রে আড়াই ঘণ্টা পর ভোট শুরু হয়েছে। ভোট কেন্দ্র গুলো হলো দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দাখিল মাদ্রাসা, বাঘুটিয়া উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরকাটারী ইউনিয়নের বাঁচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চরভারান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান জানান, উপজেলার বাঘুটিয়া ও চরকাটারী ইউনিয়ন দু’টি যমুনা নদীর ওপার। নৌকায় নদী পার হয়ে সেখানে যেতে হয়। ভোরে ব্যালট পেপার ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে নদী পার হতে সমস্যার মুখে পড়েন তারা। ফলে ভোট কেন্দ্রে সঠিক সময় ব্যালট পেপার পৌছানো সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০ টার পর ভোট কেন্দ্রে ব্যালেট পেপার পৌছানোর পর ভোট গ্রহণ শুরু কর হয়।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ