কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ পৌরসভা থেকে হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে মানিকগঞ্জ পৌরসভার মত্ত এলাকা থেকে সাড়ে ১৩ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, পৌরসভার মত্ত এলাকার লুৎফর রহমানের ছেলে মো.ওয়াসিম(৩১) ও পৌর এলাকার শহিদ রফিক সড়কের মৃত আক্কাস আলীর ছেলে সাব্বির রহমান রাজু(৩৫)।
আটকের বিষয়টি র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি উনু মং নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মত্ত এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মত্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৩ গ্রাম হেরোইন, ১৪শ টাকা, দু’টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
কড়চা/ এ এ