বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তাকে ঘটনাস্থল ভাটবাউর কাঁচামালের আড়ত থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন।
আটককৃত আওলাদ হোসেন ওই শিশুর প্রতিবেশী। তিনি সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর কাঁচামালের আড়তে জাকির হোসেনের দোকানে ম্যানেজার হিসাবে কাজ করেন।
র্যাব জানায়, ভিকটিম শিশুটি উপজেলার ভাটবাউর এলাকায় তার নানির কাছে থেকে লেখাপড়া করে। আজ সকাল আটটার দিকে কাঁচাবাজার আড়তের একটি মুদি দোকানে খাবার কিনতে যায় ওই শিশুটি। আওলাদ তাকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আড়তের একটি দোকানের টং এর উপর নিয়ে যায়। আওলাদ প্রথমে শিশুর পরনের পায়জামা খুলে তার গোপনাঙ্গে আঙ্গুল ঢুকায়। শিশুটি চিৎকার করলে আওলাদ তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আওলাদ ধর্ষণ করতে গেলে ব্যাথায় চিৎকার দিলে পাশে থাকা কয়েকজন বিষয়টি টের পেয়ে আওলাদকে আটক করে র্যাবকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে আওলাদকে আটক করে ওই শিশুকে হেফাজতে নেয় র্যাব।
এ ঘটনায় আওলাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।