মানিকগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কড়চা রিপোর্ট : আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে মানিকগঞ্জে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানোয়ারুল হক। সমাবেশে আরও বক্ত্যে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসলাফিল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইয়াকুব আলী, সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কহিনুর ইসলাম, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকার, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, উপজেলা জামে মসজিদের ইমাম কবির আহমেদ, আফরোজা-রমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাশিনাথ সরকার প্রমুখ।

সানোয়ারুল হক বলেন, রাষ্ট্র সকল ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দেয়। আমাদের দেশে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের সাংঘর্ষিকতা নেই। সকলের প্রচেষ্টাতেই সম্প্রীতি ধরে রাখা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে।

সমাবেশে ইউপি চেয়ারম্যান ও সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কড়চা/ এ এম

Facebook Comments Box
ভাগ