কড়চা রিপোর্ট : দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে মানিকগঞ্জে।
৩১ অক্টোবর সকালে শহরের শহীদ রফিক সড়কের চাঁদনি রয়েল টাওয়ারে স্বপ্নের্’ন উদ্বোধন করেন আজিজা সিদ্দিকী (চাঁদনী)। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সহ সভাপতি মাহাবুব আলম জুয়েল, ব্যবসায়ী মো: আবুল বাশার, স্বপ্ন’র রিটেইলর এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল ও হেড অব বিজনেস মোহাম্মদ রাজীবুল হাসান।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এ নিয়ে ১৪৫ টি আউটলেটে নিত্যপণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে ভোক্তাদের মাঝে পৌছে দেয়া হচ্ছে বলে জানান স্বপ্নে’র কর্তৃপক্ষ।
কড়চা/ ডেব্লিও কে
Facebook Comments Box