কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নে পুরুষ ও নারী গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলার ৯ ইউনিয়নের ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোষাক, জুতা, বেল্ট ও একটি করে বাইসাইকেল দেওয়া হয়।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস গ্রাম পুলিশদের উদ্যেশে বলেন, করোনাকাল ও বন্যাত্তোর গ্রাম পুলিশ সাহসী ভূমিকা পালন করেছেন। কেউ করোনা শনাক্ত হলে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। এছাড়া বন্যার্তের পাশে সার্বাক্ষণিক ত্রাণ সহায়তায় কাজ করেছেন।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ–জোহরা, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।