সাটুরিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব হাসান ফয়জী

কড়চা রিপোর্ট : সাটুরিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের ঐক্য রাখার স্বিদ্বান্তে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের তত্বাবধানে সাটুরিয়া প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু শনিবার (২৪ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলা হলরুমে দৈনিক ভোরের দর্পণের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেনকে সাটুরিয়া প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক দেশ রূপান্তর ও এসএ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীকে সদস্য সচিব ঘোষণা করেন।

সভায় সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, ডিবিসির মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফ লিটন, আজকের পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জ রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন মাহমুদ, বাংলানিউজের মানিকগঞ্জ প্রতিনিধি সাজেদুর রাসেল, মোহনা টিভির মানিকগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন রিপন  ও দিপ্ত টিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি মো. সোহেল রানা খান, দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এম নজরুল ইসলাম , দৈনিক মানব জমিনের সাটুরিয়া প্রতিনিধি মো. মতিয়ার রহমান, দৈনিক আজকের পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক যায়যায়দিনের সাটুরিরয়া প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক কালবেলার সাটুরিয়া প্রতিনিধি অলক রায়, দৈনিক ভোরের কাগজের সাটুরিয়া প্রতিনিধি মো. হোসেন জয়, দৈনিক আমাদের সময়ের মইনুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া প্রতিনিধি আব্দুস সালাম শফিক, দৈনিক স্বাধীন বাংলার মো. আল মামুন, দৈনিক নওরোজের মো. সাইফুল ইসলাম, দৈনিক নিউজের মোশারফ হোসেন, দৈনিক আমার সংবাদের আপেল মাহমুদ চৌধুরী, দৈনিক জনতার মুজিবুর রহমান, দৈনিক ভোরের ডাকের মোতালেব হোসেন, এসটিভির সাটুরিয়া প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরু এবং সাংবাদিক আব্দুর রশিদ।

কড়চা/ এইচ এফ

Facebook Comments Box
ভাগ