হতদরিদ্র নিতাই শীলের জন্য সহায়তার হাত বাড়ালেন এমপি দুর্জয়

আব্দুর রাজ্জাক : মানিকগঞ্জের ঘিওরে হতদরিদ্র নরসুন্দর নিতাই মানবেতর জীবন যাপন করছেন। ভূমিহীন নিতাই অন্যের বাড়িতে প্রায় ২যুগ ধরে রয়েছেন আশ্রয়ে। অভাবের তাড়নার পরিবার পরিজন নিয়ে দুবেলা দমেুঠো খেতে পান না। এমনকি স্কুল পড়ুয়া ছেলের পড়াশোনার খরচের জোগান দিতে না পেরে তাকে অন্যের বড়িতে পাঠিয়ে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-কে অবগত করেন। এমন সংবাদ শুনে ঘিওর উপজেলার কুস্তা গ্রামের নরসুন্দর নিতাই শীলের সেই কুঁড়ে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এ এম নাঈমুর রহমান দুর্জয়।

প্রসংগত, নরসুন্দর নিতাই শীল ২৩ বছর যাবৎ ঘিওরের কুস্তা কবরস্থানের পাশে খোলা আকাশের নিচে ৩টি ইটের উপরে বসে খৌরকর্ম করেন। স্ত্রী, পুত্র নিয়ে ৮/১০ টি টিনের ছাপরা ঘরে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করেন। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমানের দৃষ্টিগোচর করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার (২৬ এপ্রিল) সকালে তার পক্ষ থেকে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু, ৫ লিটার তেলসহ খাদ্য সামগ্রী পৌছেঁ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ঘিওর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী সুমন, সাবেক সহ-সভাপতি নাহিদ খান প্রমুখ। এ ছাড়া সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে তার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

কড়চা/ এ আর

Facebook Comments Box
ভাগ