কড়চা রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মাধ্যেমে মানিকগঞ্জে অসহায় ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার (১২ আগস্ট) বিকেলে হরিরামপুর উপজেলার ৪ শতাধিক বন্যার্তদের হাতে ১০ কেজির করে প্যাকেট তুলে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠানিক সম্পাদক আমিরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কড়চা/ এম এ এইচ
Facebook Comments Box