আলো অথবা অন্ধকার ছুঁয়ে
দীপক জানা
আঁধার নামলেই বাতিঘরে আলো জ্বলে
সন্ধ্যাতারা সাজায় কেউ
যদিও ধ্রুবক বলে কিছু নেই জেনেই-
ছায়াবৃত্তে হেঁটে ফেরে পরিব্রাজক
কমণ্ডলুর জল বাষ্প হলেই-
শূন্যঘরের দরজা খোলে
বৃষ্টি নামে, অঝোরে, তখন
একতারার তার কেঁপে যায়
কত দূর যেতে পারো, কত পথ
শতভিষা, পুষ্যা, রোহিণী, স্বাতী ছাড়িয়ে-
সমুদ্রযাপন, নিস্ক্রমণ
তুমি কোন আলোক খুঁজছো হে বিন্দুপ্রভ
প্রতিধ্বনিতে টুকরো হয় ওম্।
কড়চা/ ডিজে
Facebook Comments Box