আসীম/ মনোরঞ্জন সাহা

আসীম

মনোরঞ্জন সাহা

সত্যই তুমি অসীম-
বাংলার নির্ভিক সন্তান
দেশের সেবায় দিয়েছ জীবন-
হয়ে আছ মহিয়ান।

তুমি অনন্তের কোলে চলে গেছ তবু-
রয়েছ হৃদয় জুড়িয়া,
ব্যাথার সাগরে দিয়েছ ডুবায়ে-
স্মৃতির দহনে দহিয়া।

দিন মাস গত, বছর সতত-
আসিবে যখন ঘুড়িয়া,
মনে পড়ে যাবে তোমারই শ্রীমুখ-
অনন্তের কুল ছাপিয়া।

দোয়া মাগি হেন, স্রষ্টার কাছে-
যত অপরাধ ক্ষমিয়া,
চির জান্নাত বাসী করো তারে,
বেহেস্তের দার খুলিয়া।

তাঁর পিতা-মাতা গন আর পরিজন
প্রিয়জন যত আছে,
শোকের সাগরে রয়েছে তারা
নয়নের নীরে ভেসে,
এ দীনের প্রতি কৃপা করে অতি শান্তির সাবকাশে
তাদের এ শোক সম্বর প্রভু
প্রার্থনা অবশেষে।

মনোরঞ্জন সাহা: কবি

Facebook Comments Box
ভাগ