এ মাসেই ধেয়ে আসছে ১০টি গ্রহাণু, আজকেরটি সব থেকে বড়

কড়চা ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে একের পর এক গ্রহাণু। এই জানুয়ারিতেই আসবে ছোট, মাঝারি ও বড় আকারের ১০টি গ্রহাণু । তাদের মধ্যে অন্তত: তিনটি গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে এই সপ্তাহেই। ৫, ৬ ও ৭ জানুয়ারি পর পর তিন দিনে। বুধবার (৫ জানুয়ারি) যে গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে তা এই গ্রহের কাছাকাছি এসেছিল ১০০ বছর আগে। ১৯২৩-এ।

নাসা সোমবার এই খবর দিয়েছে। জানিয়েছে, এই গ্রহাণুগুলির কোনওটিই গ্রহাণুদের আদত ঠিকানা মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ (‘অ্যাস্টারয়েড বেল্ট’) থেকে আসছে না। এরা সকলেই আসছে পৃথিবীর খুব কাছেপিঠের মুলুক থেকে। জ্যোতির্বিজ্ঞানীরা তাই এই ধরনের গ্রহাণুগুলিকে ডাকেন ‘নিয়ার-আর্থ অবজেক্টস্‌’ (এনইও) নামে। এদের সংখ্যা অগণন। নাসা এখনও পর্যন্ত এমন ২৬ হাজার এনইও-র হদিশ পেয়েছে। তাদের মধ্যে অন্তত এক হাজারটি আগামী দিনে পৃথিবীর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে নাসার তরফে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে মোট ৬টি গ্রহাণু ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে। তবে তার কোনওটি এই গ্রহের কান ঘেঁষে বেরিয়ে গেলেও বাকিগুলি পৃথিবীর কিছুটা দূর দিয়েই চলে যায় সূর্যকে প্রদক্ষিণ করতে।

আজ বুধবার থেকে পর পর তিন দিনে যে তিনটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, তাদের মধ্যে আকারে সবচেয়ে বড়টি আসছে আজই। গ্রহাণুটির নাম— ‘২২০২১ওয়াইকিউ’। এটি চওড়ায় ৪৯ থেকে ১১০ মিটার। আজই এটি সবচেয়ে কাছে আসবে পৃথিবীর, ১০০ বছর পর। এর আগে ১৯২৩ সালে এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এসেছিল। আজ পৃথিবীর কাছে আসার সময় এর গতিবেগ হবে ঘণ্টায় ৫২ হাজার ৮৪৮ কিলোমিটার।

ঘণ্টায় ২২ হাজার ৯৩২ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আরও একটি গ্রহাণু— ‘২০১৪ওয়াইই১৫’। এটি চওড়ায় সাড়ে ৫ থেকে ১৩ মিটার। এটি আবার পৃথিবীর কাছাকাছি আসবে ২০২৪ সালে।

শুক্রবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আরও একটি গ্রহাণু। ‘২০২০পিওয়ান’। এই সপ্তাহে যে তিনটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই গ্রহাণুটি তাদের মধ্যে আকারে সবচেয়ে ছোট। চওড়ায় ৩.২ থেকে ৭.১ মিটার।

তার পর দ্বিতীয় সপ্তাহ থেকে জানুয়ারির শেষ পর্যন্ত আরও ৭টি গ্রহাণু ধেয়ে আসবে পৃথিবীর দিকে।

নাসা এখনও পর্যন্ত কোনও বিপদের হুঁশিয়ারি দেয়নি এই গ্রহাণুগুলি সম্পর্কে। যদিও গ্রহাণুদের গতিপথ সঠিক ভাবে আঁচ করা মুশকিল আগেভাগে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ