করোনাভাইরাসঃ মানিকগঞ্জে আরো মৃত্যু ৫, মোট প্রাণহানি ২৮৫

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে করোনায় চার জন এবং উপসর্গে দুই জন। একই সময়ে ৬২৪ টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শণাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শণাক্তের হার ২২ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার (১৪ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে করোনায় দুই জন এবং উপসর্গে তিন জন। এ পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৮৫ জন। এদের মধ্যে করোনায় ৭৭ জন এবং উপসর্গে ২০৮ জন। আজ সকাল ১০ টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২১৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪০ জনের মধ্যে সিংগাইরে ৬৫ জন, মানিকগঞ্জ সদরে ৩৭ জন, সাটুরিয়ায় ২৪ জন, দৌলতপুরে নয় জন, হরিরামপুরে তিন জন এবং ঘিওর উপজেলায় আছেন দুই জন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৮২৪ টি নমুনা পরীক্ষায় করোনা শণাক্ত হয়েছে সাত হাজার ২৯৪ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ১৩৩ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৬ জন।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ