করোনায় জীবন দিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের এক সম্মুখযোদ্ধা

কনস্টেবল মোঃ আতিয়ার রহমান

কড়চা রিপোর্টঃ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন মানিকগঞ্জ জেলা পুলিশের এক বীর সদস্য কনস্টেবল মোঃ আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়েবেটিকস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। ইতোপূর্বে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে টিউমার জনিত সমস্যার কারণে অপারেশন করেন। তিনি জ্বরে আক্রান্ত হলে গত ১৯ জুন মানিকগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ২৪ জুন সন্ধ্যায় তার কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ২৭ জুন রাত ১০ টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box
ভাগ