একা
তানিয়া আফরোজ
এসেছি একা যাবো একা
নিত্যধামে বিরাজ করি একা,
আমি কার কে আমার
সব মিথ্যে সব মায়া।
ফাঁকির জগতে বাস
জীবনের সর্বনাশ,
যমদূত দাড়িয়ে দুয়ারে
বিদায়ের ঘন্টা বাজে।
প্রলয়ের ডঙ্কা শুনে
থরথর মোর হিয়া কাঁপে,
পাপে তাপে জর্জড়িত দেহ
নিস্তার পাবে না কেহ।
হাতে নাই কানাকড়ি
কেমনে দেব ভবনদী পাড়ি
দয়াল যদি হও কান্ডারী
এক নিমিষে দেব পুলসিরাত পাড়ি।
Facebook Comments Box