দলীয় প্রার্থী রমজান আলীকে সমর্থন দিলেন বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম

দলীয় প্রার্থী রমজান আলীকে সমর্থন জানিয়ে বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সংবাদ সম্মেলন।

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থী মোঃ রমজান আলীকে সমর্থন দিলেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে তিনি এই ঘোষণা দেন।

গাজী কামরুল হুদা সেলিম ২০১৫ সালের পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করেন। এবার পৌর নির্বাচনে দলের কাছে ৬ জন মনোনয়ন প্রত্যাশা করেন। জেলা আওয়ামী লীগ বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র রমজান আলী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীক দেওয়া হয় মোঃ রমজান আলীকে।

দলীয় মনোনয়ন না পেয়ে গাজী কামরুল হুদা সেলিম এবারের পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সকল প্রস্তুতি নেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে তার বাস ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানুষের কল্যাণ, সেবা, উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গণে আবেগ উত্তেজনা কিংবা প্রতিশোধের জায়গা নেই। এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। এখানে বাস্তবতার নিরিখে পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই নেতৃত্বের বিচক্ষণতা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দেশপ্রেম এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ও সর্বপরি জাতির জনকের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য, বিশ্বাস ও আস্থা রেখে সার্বিক রাজনীতির কথা মাথায় রেখে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সাথে আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রমজান আলীকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।

দলীয় প্রার্থীকে ভোট প্রদান ও বিজয়ী করতে তিনি তার কর্মী সমর্থকদের প্রতি অনুরোধ করেন।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ