কড়চা রিপোর্টঃ সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে মঙ্গলবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেই সাথে জেলা যুবলীগ, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ আলাদা আলাদা বিবৃতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্ওকত আলী খান, আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মন্জুরুল হক বুলবুল প্রমুখ।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ ও ২৩ জুন যথাক্রমে দৈনিক কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নাঈমূর রহমান দুর্জয় তাঁর প্রয়াত পিতা সাবেক সংসদ সদস্য আবু মো. সায়েদুর রহমানের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে বঙ্গবন্ধুকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা ক্রিকেট মাঠের তারকা দুর্জয়কে রাজনীতির মাঠের কর্মী বানিয়েছেন। সংসদ সদস্য বানিয়েছেন। মানিকগঞ্জ-১ আসনের উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীকে সাথে নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। করোনা সংকটকালেও তিনি তাঁর নির্বাচনী এলাকায় মানুষের কল্যাণে কাজ করছেন। যা বিভিন্ন সময়ে জাতীয় গনমাধ্যমে প্রচারিত ও প্রশংসতি হয়েছে। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে মানিকগঞ্জ-১ আসনে এখন নৌকার জোয়ার বইছে। কিন্তু বিএনপি-জামাতপন্থী ব্যক্তিরা মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে উঠে। নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে সংবাদ তারই ইঙ্গিত বহন করে।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন জানান, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় সৎ ও নিষ্ঠার সাথে এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। দলের অনুপ্রবেশকারী ও একটি স্বার্থন্বেষী মহল সংসদ সদস্য নাঈমুর রহমানকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে একই নিউজ হুবহু কয়েকটি দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সুনাম ক্ষুন্ন করতে স্বার্থন্বেষী মহল সংবাদ প্রকাশ করে অপপ্রচার করছে। বর্তমানে যে নিউজ ছাপা হয়েছে তা ২০১৫ সালেও একইভাবে এই সব পত্রিকায় ছাপা হয়েছিল।