দেশে করোনার প্রকোপ কমে যাচ্ছে/ মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর দাবি

কড়চা রিপোর্টঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সুচিকিৎসার মাধ্যমে দেশে আস্তে আস্তে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাচ্ছে। যার ফলে মৃত্যুর হার কমছে এবং সুস্থ্যতার হার বাড়ছে। এরজন্য মানুষ আজকে ঘরের বাহিরে বের হতে সাহস পাচ্ছে। যার ফলে অর্থনৈতিক চাকা ঘুরতে শুরু করেছে এবং গার্মেন্টসগুলো নতুন করে অর্ডার পাচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে আয়াজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রধিকার পায় সে ব্যাপারে আলোচনা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ভ্যাকসিন আনা যায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড.আব্দুল মজিদ ফটো ও সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ভাগ