দৌলতপুরে যমুনার ভাঙ্গন এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পানি সম্পদ প্রতিমন্ত্রী

মারুফ হোসেন : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আমি ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশন করতে আসিনি, এসব এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার যমুনা নদী পারের ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, বাংলাদেশে ভাঙ্গন কবলিত বড় নদীগুলো ড্রেজিং করতে হবে। আর সেই বালু দিয়ে নদীর পাড় বেঁধে সেখানে ফসল আবাদ করা হবে। নদী শাসন করার আগে বর্তমানে সমীক্ষার কাজ চলমান রয়েছে। আপাতত বড় প্রকল্প গ্রহণ করার আগে এসব ভাঙ্গন কবলিত নদীর পাড় এলাকায় জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন রোধের ব্যবস্থা করা হবে।

পরে তিনি স্পীডবোট যোগে যমুনা নদী হয়ে বাচামারা, শিবালয়ের আলোকদিয়র চর ও আরিচা ঘাট পরির্দশন করেন। এর আগে তিনি সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদী সহ বেশ কয়েকটি এলাকা পরির্দশ করেন।

পরিদর্শনকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পানি উন্ন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মঈনুদ্দিন, দৌলতপুর উপজেলার ইউএনও মো. ইমরুল হাসান, শিবালয়ের ইউএনও বিএম রুহুল আমীন রিমন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান জনিসহ জেলা উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কড়চা/ এম এইচ

Facebook Comments Box
ভাগ