কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের দৌলতপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের বাংলাদেশ এর সম্পাদক মোঃ শাহ্ আলম(৪০)। তার সহধর্মীনী রুপা বেগমও (৩৫) মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারিয়েন্টিনে আছেন।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মোঃ শাহ আলম নিজেই।
শাহ আলমের সাথে কথা বললে তিনি বলেন, জ্বর, মাথা ব্যাথা, শরীল ব্যাথা ও কাশি থাকায় আজ বুধবার সকালে দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এতে তার করোনা রিপোর্টে পজিটিভ আসে।
এব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান বলেন, মোঃ শাহ্ আলম আমাকে ফোন দিয়ে তাদের করোনা পজিটিভ বলে নিশ্চিত করেন।
কড়চা/ এম এস এ
Facebook Comments Box