নদী/ পূরবীতা রায় মজুমদার

নদী

পূরবীতা রায় মজুমদার

কালো মেঘে উত্তাপ ঢেকে
ভেজা মরশুমও ছিল ক্লান্ত
যে বিকেল ছুঁয়ে গেছে চলে
নদীর কিনারা’ই শুধু জানতো ।
কিছু ইচ্ছেরা বাধা মানে নি
মেঘে মেঘে ঘষা লাগে আকাশে
সোহাগের কাছে ঠিকানা হারিয়ে
বাঁধ ভেঙে নদী লোনা জলে ভাসে…
ধুয়েমুছে লোনা জল চলে যায় দূরে
দাগ শুধু লেগে ভাঙা সেতুতে
গভীর অতলান্তিক, দীর্ঘ পথ জানি
তবুও ইচ্ছে নদীর সমুদ্রে ডুবে যেতে ।
কড়চা/ পি আর এম
Facebook Comments Box
ভাগ