এম.আর.লিটনঃ করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওফুক ও শিক্ষকদের বেতন-ভাতা প্রদানে সরকারি প্রণোদনা করতে হবে। নামে-বেনামে ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের ২৩তম সম্মেলন সামনে রেখে সিংগাইর উপজেলা সফরে এক আলোচনা সভায় এসব দাবি জানান ছাত্রনেতারা ।
শুক্রবার (২৯জানুয়ারি) সিংগাইর উপজেলায় বায়রা বাজার এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের ২৩তম সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান এম.আর.লিটন, আহ্বায়ক রাসেল আহম্মেদ, শিবালয় উপজেলা সংসদের সভাপতি অন্তর হোসেন, সদর উপজেলার নেতা রাহুল আহম্মেদ, শিবালয় উপজেলা সংসদের সভাপতি অন্তর হোসেন, সিংগাইরের আশীষ কুমার, প্রদীপ হালদার, মারফা আক্তার ও মাহবুবা আক্তার প্রমুখ ।
ছাত্রনেতারা আরও বলেন, দেশে একটি সুখী-সুন্দর সমাজ কায়েমের লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও আপোষহীন লড়াই পরিচালনা করে আসছে ছাত্র ইউনিয়ন। দেশ ও জনগণের স্বার্থে নিবেদিত আমাদের প্রতিষ্ঠান সর্বদাই ছাত্র-জনতার সুখ-দুঃখের সাথী।
কড়চা/ এম আর এল