প্রাতভ্রমণে বের হয়ে শিবালয়ে বাসচাপায় নারীর মৃত্যু

কড়চা রিপোর্টঃ প্রাতভ্রমণে বের হয়ে যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বেগম রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুশুরী এলাকায় এই দুর্ঘটনা  ঘটে। স্থানীয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রোকেয়া বেগম (৫৮) মুশুরী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী। তিনি দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিবেদক মাহবুবুল আলম ওরফে লাভলুর শাশুড়ি।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি থেকে প্রাতভ্রমণে বের হন রোকেয়া বেগম। সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরী এলাকায় সেলফি পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাসটি আটক করা সম্ভব না হলেও সনাক্ত করা হয়েছে।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ