কড়চা রিপোর্টঃ ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর ১০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের সাথে পাটুরিয়াগামী সেলফী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আশিক গাজী (২৮) নিহত হন। তার বাড়ি রাজবাড়ী জেলার ব্রাহ্মণদিয়া গ্রামে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বাস ও ট্রাকের চালককে উদ্ধার করে। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার স্থল থেকে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে ছয় কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহন দুটোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর বেলা ১২ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কড়চা/ বি সি