ভালোবাসা বুঝিনা কিছু
সাব্বিরুল ইসলাম
ভালোবাসার রঙ ক্যামন
লাল, নীল, সবুজ, হুলুদ,,,,,,,,,,
নাকি সব রঙের মিশেল, অখবা রঙহীন।
ভালোবাসা, স্বাদ কি তোর
টক,ঝাল, মিষ্টি, নোনতা, নাকি তেতো
স্বাদহীন?
ভোলোবাসাই কি সুখ, শান্তি
দুঃখ, কষ্ট
মান অভিমান,
বিশ্বাস-অবিশ্বাস-দ্বন্দ্ব।
ওঃ ভালোবাসা বুঝিনা কিছু।
Facebook Comments Box