ভেজাল গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের হরিরামপুরে খেজুড়ের রসের সাথে চিনি ও চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে হরিরামপুরের পোপিনাথপুর, ঝিটকা, ঠাকুরপাড়া, মজমপাড়া ও হাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার ঠাকুরপাড়ার সেন্টু মিয়া, হাপানিয়া এলাকার রজমান আলী এবং মজমপাড়া এলাকার মজনু মিয়া।

আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবাসয়ী খেজুরের রসের সাথে চিনি ও খাওয়ার চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছে। পরে আজ সকালে উপজেলার পোপিনাথপুর, ঝিটকা, ঠাকুরপাড়া, মজমপাড়া ও হাপানিয়া এলাকায় অভিযান চালানো হয় এবং ভেজাল গুড়ের সত্যতা পাওয়া যায়। সেই সাথে গুড়ে মাছি ও গুড় তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ব্যবসায়ী সেন্টু মিয়াকে ৮ হাজার, মো. রজমান আলীকে ৪ হাজার এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানার সাথে সর্তক করা হয়েছে যাতে ভবিষ্যতে ভেজাল গুড় তৈরি না করে।

তিনি আরও বলেন, অভিযানে হরিরামপুরের স্যানিটারি ইন্সপেক্টর মো.আতাউর রহমান এবং ব্যাটালিয়ন আনসার সদস্য ও ক্যাবের সদস্যরা সহযোগিতা করেন। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ