সাইফুদ্দিন আহমেদ নান্নু
মানিকগঞ্জ শহরের পূর্ব প্রান্তের গ্রাম মত্ত। এককালে প্রতাপশালী জমিদার রামকৃষ্ণ সেন এবং তার ছেলে প্রসন্ন কুমার সেন এ গ্রামেই থাকতেন।
এ পরিবারের আদি পুরুষ ছিলেন শিবানন্দ গুপ্ত। শিবানন্দ, প্রভাস গুপ্ত, শিশির গুপ্ত এবং প্রবোধ গুপ্ত পর্যন্ত মোট ২৩ পুরুষের সন্ধান জানা গেছে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শিবানন্দ গুপ্ত নামকরা কবিরাজ ছিলেন।

তিনি পাঠান সেনাপতি মীর মকিমের পারিবারিক চিকিৎসক ছিলেন। অনুমিত হয় যে, বাংলাদেশে পাঠান শসনামলে মত্তের গুপ্ত বংশীয় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এ এলাকায় যেমন বিশেষ প্রাধান্য বিস্তার করেছিলেন, তেমনি ভেষজ চিকিৎসা শাস্ত্রে তাদের অগাধ বুৎপত্তি প্রবাদের মতো লোকমুখে আজও উচ্চারিত হয়।
গুপ্ত পরিবারে কোন স্থাপনার নিদর্শন মত্ত গ্রামে নেই। কালের স্বাক্ষী হিসেবে কেবল টিকে আছে এই মঠ। এই মঠটিও অবহেলা, অযত্নে হারাবে যে কোন দিন।
কড়চা/ এস এ এন