মানিকগঞ্জে আওয়ামী লীগে নেতৃত্বের পরিবর্তনের দাবিতে র‌্যালী ও সমাবেশ

কড়চা রিপোর্ট : আগামী ১১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক এবং নেতৃত্বের পরিবর্তনের দাবিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ব্যানারে বুধবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রত্যাশী যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহামন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, ওলামা মাশায়েক পরিষদের সভাপতি বশির রেজা ও সাধারণ সম্পাদক মাওলানা মো. রব্বানীসহ ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জের বর্তমান আওয়ামী লীগের কমিটি দিয়ে আগামী দিনের নেতৃত্ব দেওয়া সম্ভব না। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জেতানো সম্ভব না। এ কমিটির কারণে জেলার দলীয় ও অঙ্গ-সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এছাড়া নির্বাচনে মনোয়ন বাণিজ্য এবং কমিটির লোকজনের নানা অনিয়ম ও দূর্নীতি রয়েছে। অনিয়ম দূর করতে এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আগামীতে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ