মানিকগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়ার ঘিওর গ্রামের কালাম ডাক্তারের লেবু বাগানে ইয়াবা বিক্রির সময় তিন জনকে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ঘিওর গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে শরীফুল ইসলাম (৩২), দরগ্রাম গ্রামের শওকত আলীর ছেলে সবুজ মিয়া (২৫) ও চর কৃষ্টপুর গ্রামের হামিদ আলীর ছেলে আলমাস আলী (৪৫)।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই ঘটনাস্থল থেকে তিনজনকে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ