কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির অদূরে সিনহা আক্তার (০৬) নামের স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিনহা আক্তার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার এলাকায় আব্দুল হালিমের মেয়ে। সে স্থানীয় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল।
শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল হক জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিখোঁজ হয় সিনহা আক্তার। নিখোঁজের পর থেকে তার বাবা-মা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যায় নাই। পরে আজ সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির অদূরে একটি গাছের নিচে বসা অবস্থায় গামছা দিয়ে বাধা দেখে স্থানীয়রা তার পবিবারকে খবর দেয়। পরে স্থানীয়রাসহ তার পরিবারের লোকজন আসে এবং থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বেলা একটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, লাশ উদ্ধারের সময় শিশুটির গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
তিনি জানান, এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হবে।
কড়চা/ এ এ