মানিকগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, নারী পাচার ও যৌন হয়রানির প্রতিবাদে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের ৬৫ টি ইউনিয়নে একযোগে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিল্টন, সদর সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, গড়পাড়া ইমাম বাড়ির পীরজাদা শাহাজাদা রহমান বাধন, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশিল কুমার সাহা, সচিব মোঃ সায়েদুর রহমান প্রমুখ।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ