মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কড়চা রিপোর্ট : মানকিগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পানিতে ডুবে সামিউল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়ছে। সে ওই গ্রামের রিপন হোসেনের ছেলে। স্থানীয় দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো শিশুটি।

পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গছে, মঙ্গলবার সকালে শিশুটির বাবা রিপন ঘুমে ছিলেন। মা গৃহস্থলাদির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সকাল নয়টার দিকে শিশুটিকে বাড়িতে খুঁজে না পেয়ে বাবাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে সকাল ১০ টার দিকে বাড়ির অদূরে একটি ডোবার পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। কথা হলে শিশুটির বাবা রিপন হোসনে বলেন, আমার সব শেষ হয়ে গেলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড এর সদস্য ফুলচান মিয়া বলনে, শিশুটি সাঁতার শেখেনি। পরিবারের অগোচরে খেলতে গিয়ে পানতিে ডুবে শিশুটি মারা যায়।

Facebook Comments Box
ভাগ