কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার মনসুর আলী মাস্টারের বাড়ি থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের বান্দুটিয়া এলাকার বিদ্ধাশ্রমের বনজ বাগানে গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা ফরেস্ট অফিসার মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দুটিয়া এলাকার ফেরদৌস হাসান রিপন জানান, শনিবার মধ্যরাতে অন্ধকারের ভেতরে তার ঘরে গন্ধগোকুল প্রাণিটি ঘুরে বেড়ায়। ইদুর মনে করে তিনি প্রাণিটিকে বেশ কয়েকবার তাড়িয়ে দেন। পরে গন্ধগোকুল প্রাণিটিকে সনাক্ত করতে পেরে নেট জালের মাধ্যমে আটক করে স্থানীয়দের ও প্রশাসনকে জানান।
মানিকগঞ্জ সদর উপজেলা ফরেস্ট অফিসার মো.শরিফুল ইসলাম বলেন, সুস্থ্য অবস্থায় বিরল প্রজাতির একটি গন্ধগোকুল আটক করে খবর দেয় বাড়ির মালিক। এরপর দুপুরে স্থানীয় একটি বনজ বাগানে তাকে অবমুক্ত করে দেয়া হয়। উদ্ধার হওয়া গন্ধগোকুল হরহামেশা দেখা যায় না, এটি একটি বিরল প্রজাতির প্রাণি।
তিনি জানান, সাধারণত কালো প্রজাতির গন্ধগোকুল দেখা গেলেও ডোরাকাটা এধরনের গন্ধগোকুল তেমনটি দেখা যায়না।
কড়চা/ এ এ
Facebook Comments Box