কড়চা রিপোর্ট : ‘নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলেই সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে মাস ব্যাপি শুরু হয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
রোববার (১ নভেম্বর) সকাল ১১ টায় ভাষা শহীদ রফিক চত্তরে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রতন মজুমদার, সাবিহা হাবিব, নাজমা আক্তার, পৌর সচিব বজুলুর রহমান প্রমুখ।
মাস ব্যাপি কার্যক্রমের উদ্বোধন শেষে রফিক চত্তর থেকে শহরে সচেতনতা মূলক র্যালি বের করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সম্পর্কে সচেতন করতে নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে শহরের খালসহ বিভিন্ন ড্রেনে ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।
কড়চা/ বি সি
Facebook Comments Box