মানিকগঞ্জে মেলায় ছুরিকাঘাতে কিশোর নিহত

ছুরিকাঘাতে নিহত কিশোর রাব্বী

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী ওই এলাকার মানিক মিয়ার ছেলে এবং কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে এক পক্ষ রাব্বীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি, মেলায় আগত দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানাই।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

কড়চা/এস এইচ

Facebook Comments Box